আনোয়ারা খানম এর কবিতা ” বিজয় দিবস “

” বিজয় দিবস ”
আনোয়ারা খানম
তুমি হৃদয় জুড়ে প্রিয় মাতৃভূমির অবারিত আকাশ
আমার স্বাধীন স্বদেশে বেঁচে থাকার শ্বাস -প্রশ্বাস,
অনেক সংগ্রামের বিনিময়ে ১৯৭১এর ১৬ডিসেম্বর তোমার বর্ণাঢ্য আগমন,
সেদিন থেকে বিশ্ব মানচিত্রে সম্মান জনক অবস্থান
প্রিয় স্বদেশ স্বপ্ন কানন।
বিজয় তুমি আমার সৃষ্টি কর্তার দান অকৃপণ
স্বাধীন ভূমিতে তাইতো প্রশান্তিতে জীবন যাপন।
তাঁরই ইচ্ছায় এ দঃখিনী ভূখন্ডে জন্মেছিলেন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মানবের বন্ধু মনবতার তরে শ্রেষ্ঠ উপহার
সেতো মহান আল্লাহর রহমতের অবদান।
মানুষের কষ্ট দুঃখিনী মাতৃভূমির অপমান
তিনি তীল তীল করে হৃদয়ে করলেন ধারন,
সাথে জনগন, মুক্তির স্বপ্নে বিভোর মন প্রান
চাওয়া যদি সত্য হয় স্বপ্ন যদি পবিত্র হয়
কে করতে পারে প্রতিহত শত প্রতিবন্ধকতায়!
হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান লৌহ মানব বজ্রকন্ঠে
রেসকোর্স ময়দানে দিলেন স্বাধীনতার ডাক
১৯৭১,২৫ মার্চ রাত দ্বিপ্রহরে স্বাধীনতা ঘোষণা
দীর্ঘ ন’মাস উত্তাল মুক্তিযুদ্ধ শেষে,
অবশেষে পূর্ণতা পেলে হে “স্বাধীনতা” প্রিয় বিজয় দিবসে।।
আনোয়ারা খানম, ০৪.১২.২০,মিরপুর, ঢাকা