স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে উদ্যোগ নিতে হবে এখনই

এহছান খান পাঠান :
বুয়েট দুর্ঘটনা গবেষণাকেন্দ্রের এক জরিপে বলা হয়েছে এবারের ঈদে রাজধানী ঢাকা থেকে ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ গ্রামে যাবে । করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে যাওয়ায় এবারের ঈদে রাজধানী ঢাকা থেকে আগের দুই বছরের তুলনায় প্রায় দ্বিগুণ গ্রামে যাবে ।
দেশের প্রচলিত পরিবহন ব্যবস্থায় প্রতিদিন ১৬ লাখ মানুষ ঢাকার বাইরে যাতায়ত করতে পারে। কিন্তু ঈদের আগের চারদিন দিনে কমপক্ষে ৩০ লাখ মানুষ গ্রামে ছুটবে। সেই হিসাবে প্রতিদিন ১৪ লাখ (চারদিনে ৫৬ লাখ) মানুষকে ঈদযাত্রা করতে হবে ‘অন্য উপায়ে’। তবে ২০ রমজানের পরেই রাজধানীর বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে পরিবারের যেসব সদস্যের কাজ নেই, তাদেরকে আগে ভাগে বাড়িতে পাঠিয়ে দিলে ভোগান্তি কমবে। আগে থেকে সড়ক পথে সঠিক ব্যবস্থাপনার উদ্যোগ না নিলে ঈদযাত্রায় ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে যেসব পদক্ষেপ জরুরি:
১) ফিটনেসবিহীন যানবাহন চলাচল ঠেকাতে শক্ত পদক্ষেপ নিতে হবে।
২) রাজধানী থেকে বের হওয়ার সবগুলো পথ যানজটমুক্ত রাখতে হবে।
৩)জেলা শহরের প্রবেশমুখেও কোনো জটলা তৈরি হতে দেওয়া যাবে না।
৪) ট্রাফিক নির্দেশনা মেনে চলতে হবে। তবেই স্বস্তির হবে ঈদযাত্রা।
(এহছান খান পাঠান: নির্বাহী সম্পাদক, দৈনিক অর্থনীতির কাগজ।)