সুনামগঞ্জ মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জ মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা

শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):
৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলণ, র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসের শুরুতে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ ইউনিট কমান্ডের আয়োজনে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিএস রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আয়োজিত মুক্ত দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ইদ্রীস আলী (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, মুক্তিযোদ্ধা কমান্ডার মকসুদ আলী, সুনামগঞ্জ সদর উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, মুক্তিযোদ্ধা আব্দুর রশীদসহ জেলার সকল উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ইফতেসাম প্রীতি।উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয় মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি বিজড়িত ভাটির এলাকা সুনামগঞ্জ।

Share This Post