সিরাজগঞ্জে বিদেশফেরত অভিবাসীদেরকে নিয়ে ব্যবসায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বিদেশফেরত অভিবাসীদেরকে নিয়ে ব্যবসায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) ঃ সিরাজগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদেরকে নিয়ে ব্যবসায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে ও ডেনিশ দূতাবাসের অর্থায়নে

মঙ্গলবার (৩০ আগষ্ট) দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার দীপ সেতু প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে ব্যবসায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায়

প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখা’র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার লাবনী।
প্রশিক্ষণ পরিচালনা করেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ড্রিষ্ট্রিক কো-অর্ডিনেটর মোঃ আব্দুল মাজেদ, মাইগ্রেশন প্রোগ্রামের কাউন্সিলর সাফাত কবীর সীমান্ত।

এসময় প্রশিক্ষণ অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব ও তত্ত্বাবধানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অফিসার মোঃ শরীফুল ইসলাম ও জেলা জনশক্তি অফিসের কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার ৩০ জন বিদেশ ফেরত অভিবাসী ব্যবসায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অংশ গ্রহণ করে।

Share This Post