সালথায় ৬ চোরাই গরু উদ্ধার আটক ১

জাকির হোসেন (সালথা ,ফরিদপুর) :
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রাম থেকে ৬টি চোরাই গরু উদ্ধার ও এক চোরকে আটক করেছে সালথা থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়ঝাপ গ্রামের জিয়া বাড়ি থেকে ২টি ও একই এলাকার জনির বাড়ি থেকে ৪টি চোরাইকৃত গরু উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় জনি বাড়ি পালিয়ে যায়। জিয়া দেশের বাহিরে থাকায় তাকে আটক করতে পারেনি পুলিল। তার স্ত্রী সেতু আক্তারকে পুলিশ অাটক করা হয়েছে।
নাম প্রকাশ অনিচ্ছুক জয়ঝাপ গ্রামের এক বাসিন্দা বলেন, জিয়া এলাকায় থাকা অবস্থায় বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে অানতো। তার নামে বিভিন্ন থানায় চোরাই ও ডাকাতির মামলা রয়েছে। কিছু দিন অাগে তিনি বিদেশে গেলেও চোরই পেশা ছাড়তে পারনি। এখন তার ভাগিনা জনি ও জিয়ার স্ত্রী সেতু অাক্তার চোরাই পেশায় জড়িয়ে পড়েছেন। এলাকার লোকজন বহুবার নির্ষেধ করেছে কিন্ত তার পরেও তারা চুরির এই পেশা ছাড়তে পারেনি। অামরা গ্রামবাসি এই চোরের বিচার চাই।
সালথা থানার ওসি মো: শেখ সাদিক জানান, শুক্রবার সকালে সালথা থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামে অভিযান চালায়।এসময় ৬টি চোরাই গরু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এসময় সেতু অাক্তার নামে এক জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং প্রকৃত মালিক পেলে আইনগতভাবে গরুগুলো হস্তান্তর করা হবে।