সংসদ উপ‌নেতা সা‌জেদা চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহ‌ফিল

সংসদ উপ‌নেতা সা‌জেদা চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহ‌ফিল


জাকির হোসেন (সালথা,ফ‌রিদপুর) :  বাংলা‌দেশ আওয়ামীলী‌গের প্রেসি‌ডিয়া‌ম সদস‌্য ও জাতীয় সংস‌দের সংসদ উপ‌নেতা বীর মু‌ক্তি‌যোদ্ধা সৈয়দা সা‌জেদা চে‌ৗধুরী (এম‌পি) বর্তমা‌নে অসুস্থ‌্য হ‌য়ে ঢাকায় এক‌টি হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধীন আ‌ছেন।

সংসদ উপ‌নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ক‌রে  উপজেলার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের পর দোয়া করেছেন মুসল্লীরা।

এছাড়া সংসদ উপ‌নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহ‌ফিল ক‌রে‌ছেন বাংলা‌দেশ আওয়ামীলী‌গের শ্রম ও জনশ‌ক্তি বিষয়ক উপ ক‌মি‌টির সদস‌্য ও বঙ্গবন্ধু সেনা প‌রিষ‌দ কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি মেজর (অবঃ) আতমা হা‌লিম।

মেজর (অবঃ) আতমা হা‌লিমের আ‌য়োজ‌নে শুক্রবার (৯‌ সে‌প্টেম্বর) বাদ জুময়া তা‌দের পা‌রিবা‌রিক মস‌জি‌দে এই দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়। দোয়া মাহ‌ফি‌লে সংসদ উপ‌নেতা সৈয়দা সা‌জেদা চৌধুরীর দ্রুত সুস্থ‌্যতা কামনা করা হয় এবং বঙ্গবন্ধু কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সুস্বাস্থ‌্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং দেশ ও জা‌তির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

‌দোয়া মাহ‌ফি‌লে উপ‌স্থিত ছি‌লেন, বাংলা‌দেশ আওয়ামীলী‌গের শ্রম ও জনশ‌ক্তি বিষয়ক উপ ক‌মি‌টির সদস‌্য ও বঙ্গবন্ধু সেনা প‌রিষ‌দ কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি মেজর (অবঃ) আতমা হা‌লিম। এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন, বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান (লুলু), রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইশারত হোসেন প্রমূখ। দোয়া পরিচ‌ালনা ক‌রেন, মওলানা হা‌ফেজ আব্দুল ম‌তিন।

Share This Post