শোক দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদানদিবসে কর্মসূচি

শোক দিবস উপলক্ষে  বশেমুরবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদানদিবসে কর্মসূচি

মেজবা রহমান,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ   

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) রক্তদান কর্মসূচি পালিত হয়েছে৷ তরুণ প্রজন্মের মাঝে রক্ত দানের মতো মহৎ কাজে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷  মঙ্গলবার (৩০ আগষ্ট) কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সংলগ্নে সকাল ১০ টা থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শুরু হয়৷ এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব। এ সময়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের বশেমুরবিপ্রবি  প্রি সেলের  আহ্বায়ক ও ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ  শফিকুল ইসলাম, ঢাকা সেল ও গোপালগঞ্জ সেলের  সদস্যরা সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  এ সময় উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, স্বেচ্ছায়  রক্তদান কর্মসূচি নিসন্দেহে মহৎ কাজ সমূহের  একটি।   বিশ্ববিদ্যালয়ের তরুণদের মাঝে এমন মহৎ কাজের আয়োজন করায় আমি কোয়ান্টাম ফাউন্ডেশনকে  আন্তরিক ধন্যবাদ জানাই।  এ বিষয়ে  মোঃ শফিকুল ইসলাম বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশন সমাজে আর্ত সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ আগে থেকে  এর কার্যক্রম শুরু হলেও এবার প্রথম জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি আয়োজন করতে পেরেছি।  আশা করি এ ধারাবাহিকতা বজায় থাকবে৷   রক্ত দাতা শিক্ষার্থী  সুমন সরকার বলেন , জাতীয় শোক দিবসে রক্ত দিতে পেরে খুবই ভালো লাগছে। আমি নিয়মিত রক্ত দান করি। করোনাকালেও আমি রক্তদান থেকে বিরত হইনি।কোয়ান্টাম ফাউন্ডেশনের এমন মহৎ কাজ সত্যিই প্রশংসার দাবি রাখে।  প্রসঙ্গত, কোয়ান্টাম ফাউন্ডেশন মূলত দেশব্যাপী ধ্যান সহ শরীর চর্চার মাধ্যমে মানুষকে শরীর সম্পর্কে সচেতন করে থাকে।   পাশাপাশি  তারা বিভিন্ন সময় রক্তদান কর্মসূচিসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

Share This Post