রূপসা কাজদিয়া উচ্চ মাধ‍্যমিক বিদ‍্যালয়ে নবীন বরন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রূপসা কাজদিয়া উচ্চ মাধ‍্যমিক বিদ‍্যালয়ে নবীন বরন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মোশারেফ হোসেন (রূপসা) :
খুলনার রূপসায় ঐতিহ্যবাহী কাজদিয়া সরকারী উচ্চ মাধ‍্যমিক বিদ‍্যালয়ে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৩ মার্চ বেলা সাড়ে ১১টায় কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান কামাল উদ্দিন বাদশা।বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ম‍াধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ খান মারুফুল হক। শিক্ষক ফাল্গুনী মূখার্জীর পরিচালনায় বক্তৃতা করেন শিক্ষক বিশ্বনাথ ভট্টাচার্য্য,অজিত সরকার, আনোয়ার হোসেন মিন্টু, বাশির আহমেদ লালু, মিলন কান্তি দেবনাথ, রতন ঘোষ, ভবেস বিশ্বাস, মেজবা উদ্দীন খান,কল‍্যাণ রায়, পবিত্র দেবনাথ,জয়দেব দাস, মুকেশ মহলদার, রতন দেবনাথ, সঞ্জয় মন্ডল, বিভাষ দাম, অভিজিত সরকার, গোপাল সরকার, তুষার দত্ত, মাওলানা ইমদাদুল হক, প্রভাষ বাগচী, আসাদুজ্জামান সরদার, খান জাহিদুল কবীর, বিকাশ মালী, আ:কাদের, কুদরত আলী, ছাত্রী নাদিরা আকতারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share This Post