রূপসার থানার মোড় বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মোঃ মোশারেফ হোসেন (খুলনা ) :
রূপসার থানার মোড় বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন গত ১৯ নভেম্বর সকাল ৯ টা থেকে শুরু হয় এবং বিকেল ৪ টা পর্যন্ত কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এ ভোট গ্রহনে প্রিজাইডিং দায়িত্বে ছিলেন, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি অধ্যাপক মো. আনোয়ার হোসেন মিন্টু। তাছাড়া সহকারি প্রিজাইডিং দায়িত্বে ২জন। কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আমিরুল ইসলাম, আলাইপুর কলেজের সহকারি অধ্যাপক মো. আব্দুর রহিম এবং প্রার্থীর এজেন্ট হিসেবে ৮ জন ছিলেন। তাঁরা বলেন, এ বাজারে ১১২ জন ভোটার সংখ্যা তালিকা পায়। তারমধ্যে ১১০ জন ভোটাধিকার প্রদান করেছে। ভোটাররা ৫টি পদে তাদের পছন্দের প্রার্থীর মনোনীত মার্কায় সীলের মাধ্যমে জয়যুক্ত লাভ করিয়েছেন।
অংশগ্রহন প্রার্থী হলেন- সভাপতি পদে নজরুল শেখ (আম) প্রতিক নিয়ে ৬৯ ভোট পেয়ে জয়যুক্ত হয়। তার নিকটতম প্রার্থী মুক্তার হোসেন মুক্ত (চেয়ার) প্রতিক ৪১ ভোট পেয়ে পরাজিত হয়।
সহ সভাপতি পদে মোঃ মাসুদ আলম (মোরগ) প্রতিক নিয়ে ৫৬ ভোট পেয়ে জয়যুক্ত হয়। তার নিকটতম প্রার্থী মোঃ জিয়া (ফুটবল) প্রতিক ৫১ ভোট পেয়ে পরাজিত হয়। সাধারন সম্পাদক পদে আঃ রহমান সরদার (তালা) প্রতিক নিয়ে ৭০ ভোট পেয়ে জয়যুক্ত হয়। তার নিকটতম প্রার্থী রকিব জমাদ্দার (বাই সাইকেল) প্রতিক ৪০ ভোট পেয়ে পরাজিত হয়। সহ সাধরন সম্পাদক পদে মোঃ নাঈম মোল্লা (মোবাইল) প্রতিক নিয়ে ৬৭ ভোট পেয়ে জয়যুক্ত হয়। তার নিকটতম প্রার্থী মোঃ ইসরাইল শেখ সুমন (মটর সাইকেল) প্রতিক ৪০ ভোট পেয়ে পরাজিত হয়।
কোষাধ্যক্ষ পদে ও শিব চন্দ্ৰ মিশ্র (হরিণ) প্রতিক নিয়ে ৬১ ভোট পেয়ে জয়যুক্ত হয়। তার নিকটতম প্রার্থী সুমন কুমার মালাকার (দোয়াত কলম) প্রতিক ৪৯ ভোট পেয়ে পরাজিত হয়।নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আ: মজিদ শেখ জানান, তাঁর সহকারি হিসেবে দায়িত্ব পালন করে এইচ এম মোস্তফা কামাল ও মো. জসিম ফকির।
তিনি নির্বাচন প্রসঙ্গে জানান, অন্য সকল নির্বাচন যেমন সরকারি নিয়মানুযায়ী হয়, তদরুপ থানার মোড় বাজারেও সরকারি আইন অনুযায়ি পরিচালনা করা হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলা বা আইন ভঙ্গ হয়নি। শান্তিপূর্নভাবেই ভোট সম্পন্ন করা হয়েছে।