রূপসায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রূপসায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মোশারেফ হোসেন (খুলনা) :

রূপসায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর কর্তৃক বাস্তবায়িত অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে নারীর অধীকার এবং অংশগ্রহন বিষয়ে সরকারি সেবাপ্রদানকারীদের সাথে এক মতবিনিময় সভা গত  ১৫ সেপ্টেম্বর  বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা বিআরডিপি হলরুমে অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় রূপসা উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ফারহানা আফরোজ মনার সভাপতিত্বে ও রূপান্তরের উপজেলা সমন্বয়কারী আজিজুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তারেক আজিজ, কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার।

উপস্থিত ছিলেন অপরাজিতা সভাপতি ফাতেমা ইয়াসমিন বুলু, অপরাজিতা আসমানি বেগম, মাধুরি সরকার, হোসনেয়ারা পারভিন, ফিরোজা বেগম, সপ্না রানী পাল, ফাতেমা জাহান বেলী, শাবানা, পারভিন আক্তার হীরা, লিপিকা রানী দাস, রোকেয়া খাতুন, কানিজ ফাতেমা, আসমা বেগম, সাংবাদিক নাহিদ জামান প্রমুখ।

Share This Post