রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সাবেক ভিপি পিয়াল

খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী ) : আগামী ১৭ই অক্টোবর রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র জমা দিয়েছেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাক ও সরকারী কলেজের সাবেক ভিপি এবং বর্তমান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল।
রাজবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে রকিবুল হাসান পিয়াল সহ মোট পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবু কায়সার খানের কাছে মনোনয়নপত্র জমা দেন। আজ ১৫ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার এই মনোয়নপত্র জমা নেন।
সতন্ত্র প্রার্থী বিশিষ্ট সমাজসেবক রাজবাড়ী সরকারী কলেজের সাবেক ভিপি পিয়াল বলেন, আগামী ১৭ই অক্টোবর রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছি।আমি বিগত দিনেও প্রার্থী হয়েছিলাম।গতবারের নির্বাচন কিভাবে হয়েছে তা আপনারা ভালো করেই জানেন।তবে এবার যদি সুষ্ঠ নির্বাচন হয় আমি বিজয়ের ব্যপারে শতভাগ আশা রাখি।তিনি বলেন, রাজবাড়ীর ৫টি উপজেলা, ৪২ইউনিয়ন ও ৩টি পৌরসভার সকল ভোটারদের প্রতি আমার আস্থা আছে।আমি বিশ্বাস করি আগামী ১৭ অক্টোবর সকল সসম্মানিত ভোটার ভাই ও বোনেরো আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন।আমি নির্বাচিত হলে জেলা পরিষদ কে ঢেলে সাজাবো।যে পরিষদের দুর্নীতির কোন স্থান থাকবে না।আপনারা জানেন আমি বর্তমানে উপজেলা পরিষদে সুনামের সাথে ভাইস চেয়ারম্যানের দায়ীত্ব পালন করে আসছি।তাই আমি যদি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি।রাজবাড়ীর প্রায় ১২লক্ষ মানুষকে আরো ভালো সেবা করতে পারবো।জেলা পরিষদে বিগত দিনে যারা চেয়ারম্যান ছিলেন তাদের চে শতভাগ ভালো একটি পরিষদ আমি জেলাবাসীকে উপহার দিব।তিনি আরো বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি কথা দিতে চাই, প্রতিটি উপজেলার, প্রতিটি ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে প্রতি মাসে ওই এলাকার জনগণ ও জনপ্রতিনিধিদের সামনে চেয়ারম্যান এবং সদস্যাগণ উপস্থিত হবে।অর্থাৎ জনগণের মুখোমুখি হয়ে তাদের কথা শুনবো, অভিযোগ জানবো, তাদের প্রশ্নের উত্তর দিব। যার মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যরা জনগণের মুখোমুখি হয়ে জবাবদিহিতার আওতায় আসবে।তিনি আরও বলেন, আপনাদের সবাইকে নিয়ে সবার অংশগ্রহণের মাধ্যমে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। সেই আন্দোলন হবে মাদকের বিরুদ্ধে আন্দোলন। মাদকমুক্ত রাজবাড়ী গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করবো। আমাদের মাদকমুক্ত সমাজ গড়তেই হবে।
ভিপি পিয়াল রাজবাড়ী শহরের পৌরসভার ৭নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় শিক্ষা, ক্রীড়া, সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ড বিকশিত করাসহ সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।