যশোরে ইজিবাইক চালক ছুরিকাহত

যশোরে ইজিবাইক চালক ছুরিকাহত

বি এম আসাদ (যশোর ) : আজ শুক্রবার দুপুরে যশোর শহরের বেজপাড়া কবরস্থান মোড়ে অমিদ হাসান (২৫) নামে এক রিকসা চালক ছুরিকাহত হয়েছেন। এক হাজার টাকা না দেয়ার কারণে সন্ত্রারা তাকে ছুরিকাঘাত কের বলে তিনি জানিয়েছেন।
অমিদ হাসান জানিয়েছেন, বাদ জুম্মা তিনি তার ইজিবাইক নিয়ে বেজপাড়া কবরস্থান মোড়ে এসে দাঁড়িয়েছিলেন। এসময় ওই এলাকার ফজলুল হকের পুত্র বাপ্পী তাকে কটু কথা বলে। এরপর ১ হাজার টাকা দাবি করে অমিদ হাসানের কাছে। এদাবীকৃত এটাকা দিতে অস্বীকার করলে বাপ্পী তার ( অমিদ হাসানের) পায়ে ও পিঠে তিনটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে দেন। ছুরিকাহত অমিদ হাসান শহরের শংকরপুরের খোকন মোল্যার পুত্র। তার অবস্থা গুরুতর।

Share This Post