মুকসুদপুর উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির আলোচনা সভা

সরদার মজিবুর রহমান /মেহের মামুন, (মুকসুদপুর, গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৪ সেপ্টেম্বর ) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ফারুক মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভুমি অমিত সাহা, মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোশারেফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফাইজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, তাপসি বিশ্বাস দুর্গা, উজানী ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল পূজা উৎযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও পুরোহিতগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সভায় পুজা উদযাপনে নিরাপত্তা বিষয়ক আইনশৃংখলা বিষয়ে আলোচনা করা হয়।