মুকসুদপুরে জেল হত্যা দিবস পালন

মুকসুদপুরে জেল হত্যা দিবস পালন

মেহের মামুন (মুকসুদপুর, গোপালগঞ্জ) :

গোপালগঞ্জের মুকসুদপুরে জেল হত্যা দিবস পালন হয়েছে। বৃহস্পতিবার ( ৩ নভেম্বর ) সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন আশরাফ আলী আশু মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা  আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান র‌বিউল ইসলাম মোল‌্যা, উজানী ইউপি চেয়ারম্যান শ‌্যামল কা‌ন্তি‌ বোস, পৌর আওয়ামী লীগ সভাপ‌তি মুন্সী আ‌নোয়ার হো‌সেন, দে‌লোয়ার হো‌সেন মোল‌্যা, উপজেলা যুবলীগের সভাপতি জ‌হির হাসান টি‌টো, মোচনা আওয়ামী লীগ সভাপতি খন্দকার না‌সিরউদ্দীন, খান্দারপাড়া আওয়ামী লীগ সম্পাদক আ‌মিনুল ইসলাম মিলন মোল‌্য, আ‌শিকুর রহমান র‌নি, উপজেলা শ্রমীকলীগ সম্পাদক কামরুজ্জাম‌ান কামাল, কাজী ও‌হিদ, ম‌ফিজুর রহমান ফ‌রিদ মুন্সী, আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাওন আশরাফ বোরহান, মহিলা লীগ নেত্রী হা‌সি আক্তার  প্রমুখ।

Share This Post