মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫ জুয়ারি গ্রেফতার

মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫ জুয়ারি গ্রেফতার


শেখ জাহান রনি (মাধবপুর,হবিগঞ্জ):  হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল ৫টা মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন ভূইয়া, এএসআই এমরান হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর দল দিঘীরপাড়ে অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে জুয়ারিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুল শহিদ এর ছেলে সেরু মিয়া (৫২),সুলতানপুর গ্রামের ফরিদ হোসেনের ছেলে নুরুল ইসলাম (৪৫), রসুলপুর গ্রামের মনির হোসেন এর ছেলে আব্দুল কাইয়ুম ছুট্রো মিয়া (২৬),কালিকাপুর গ্রামের আবুল হোসেন এর ছেলে শিপন মিয়া (২৪) ও ধর্মঘর গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share This Post