মহেশখালী উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত

নুরুল করিম (মহেশখালী):
আগামী ৭ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কক্সবাজার শুভাগমন
উপলক্ষে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ শে নভেম্বর, সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিশেষ জরুরি সভায় সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী ও সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ ও কাউন্সিল প্রণব কুমার দে’র যৌথ সঞ্চালনায়।
সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন.. কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ডাঃ নুরুল আমিন, সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, মহেশখালী পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, নবনির্বাচিত মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, বজ্র গোপাল ঘোষ, মাস্টার রুহুল আমিন, সাবেক সহ-সভাপতি মাস্টার লিয়াকত আলী, ফোরকান বিএ, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার, নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নুরুল হুদা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম, মাস্টার এনামুল করিম’সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক’সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বক্তব্যে এমপি আশেক বলেন. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলে আমাদের খেঁটে খাওয়া মানুষ সহ সকল শ্রেণি পেশার মানুষের জীবনমান উন্নত হয়েছে।যার মাধ্যমে আজকে আমরা উন্নত দেশের জনগণের কাতারে দাড়াতে সক্ষম হয়েছি। কাজেই আসছে ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কক্সবাজার শুভ আগমনে শেখ কামাল স্টেডিয়ামে যে সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে আপনাদের সকল কে প্রতি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মীসহ দায়ীত্ব নিয়ে জনসভা কে জনসমুদ্রে রূপান্তর করতে দলমত নির্বিশেষ ও দলীয় নেতা-কর্মীদেরকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়।