মহেশখালী’র শাপলাপুরে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, ১৩ লাখ টাকা’সহ মালামাল লুট

মহেশখালী’র শাপলাপুরে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, ১৩ লাখ টাকা’সহ মালামাল লুট


এইচ এম করিম (মহেশখালী) :

মহেশখালী উপজেলায় এক রাতে স্থানীয় দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়ি থেকে নগদ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগ করা হয়।

৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাদেকেরকাটা এলাকায় এ ঘটনা ঘটে। একই রাতে পরপর দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত সাদেকেরকাটা এলাকার আলতাফ মিয়া বলেন, রাত পৌনে ১টার দিকে ১২-১৫ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা আমাকে, আমার স্ত্রী ও সন্তান’কে একটি ঘরে নিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আটক করে রাখে। পরে ঘণ্টাব্যাপী তারা প্রায় ৮ ভরি বিভিন্ন স্বর্ণালঙ্কার ও নগদ ৪ লাখ টাকা ও ৩টি মোবাইল লুট করে নিয়ে যায়। প্রায় দুই বাড়ি থেকে ১৩ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে জানান এলাকাবাসী।

এর আগেও বেশ কয়েকবার প্রবাসীর বাড়ী বলে ডাকাতরা হানা দেওয়ার চেষ্টা করে। সবাইকে রুমে বন্ধী করে, ইচ্ছে মত লুট করে ডাকাতরা পালিয়ে যায়। কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি তার। একই রাতে পার্শ্বে বড় ভাই উলা মিয়া’র বাড়িতেও ডাকাতরা হানা দেয়। এই বাড়ি থেকে প্রায় ৭ ভরি বিভিন্ন স্বর্ণালঙ্কার ও নগদ ২০,০০০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। এ ছাড়াও ডাকাতদের হামলায়, আলতাফ মিয়া ও নাতি তারেক আহত হন তিনি।

শাপলাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জসিম জানান,গভীর রাতে ১০/১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল উলামিয়া,ও আলতাজ মিয়া দুই বাড়িতে ডাকাতি হানা দেয়। এ সময় ডাকাত দল ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর এলাকাবাসী ধাওয়া দিলে ডাকাত দল পালিয়ে যায়। এসময় স্থানীয় মেম্বার দানু মিয়া ও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন স্থানীয় এলাকাবাসী ডাকাত দলের আতঙ্কে রয়েছে।

সকালে খবর পেয়ে মহেশখালী থানার পুলিশের একটি টিম’সহ ঘটনাস্থলগুলো পরির্দশন করে কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র (সি-সার্কেল-মহেশখালী) আবু তাহের ফারুকী বলেন, বিভিন্ন সূত্র ধরে ঘটনার তদন্ত চলছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের গ্রেফতারে সক্ষম হব। কিন্তু কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share This Post