বিকেবি সিনিয়র অফিসার ব্যাচ-২০১২ এর পুনর্মিলনী অনুষ্ঠিত

বিকেবি সিনিয়র অফিসার ব্যাচ-২০১২ এর পুনর্মিলনী অনুষ্ঠিত

এসো মিলি প্রাণের স্পন্দনে, বন্ধুত্বের বন্ধনে” এ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) সিনিয়র অফিসার ব্যাচ- ২০১২ এর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (২৫ নভেম্বর) ধানমন্ডির স্পাইসি রমনা রেস্টুরেন্টে বাংলাদেশ কৃষি ব্যাংক সিনিয়র অফিসার ব্যাচ ২০১২ এর প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে ২৬০ জন অফিসার অংশ নেয়৷ এসময় ব্যাংকে যোগদানের পর দীর্ঘ দশ বছর পর ব্যাচম্যাটরা একে অপর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন৷ ব্যাচম্যাটদের সুখে- দুঃখে পরস্পর – পরস্পরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। বর্তমানে তারা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন। ব্যাংকার পিনাকী রঞ্জন দাস রনি বলেন, এই আয়োজনের মাধ্যমে আজ আমাদের মাঝে তৈরি হবে এক সম্প্রীতির বন্ধন, যা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও গতিশীল করবে৷ প্রযুক্তির কল্যাণে ভার্চুয়াল জগতে আমরা এখন একই ছাদের নিচে থাকলেও সরাসরি এমন আয়োজন সত্যিই এক অসাধারণ অনুভুতি৷ আমাদের আজকের অঙ্গীকার হবে পরস্পরকে সহযোগিতা করা এবং উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করা।এসময় মোঃ আশিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর ব্যাচম্যাটদেরকে একসাথে কাছে পেয়ে খুবই আনন্দ লাগছে। প্রতি বছরই এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত আরেকজন সদস্য রফিকুল ইসলাম বলেন,এমন দিনটির জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম,যেখানেই থাকি,যতদূরেই থাকি ব্যাচের টানে সেখানেই ছুটে যাব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বন্ধুরা তাদের এমন সুন্দর জাকজমকপূর্ণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আরও বলেন যে,এ ধরনের আয়োজন ভবিষতে ব্যাচম্যাটদের ঐক্য আরও সুদৃঢ় করবে। র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

Share This Post