বর্তমান সরকারের শাসনামলে আজ সার্বিক কৃষিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন: সালাম মূর্শেদী এমপি

মোঃ মোশারেফ হোসেন (খুলনা) :
খুলনা ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষি ও কৃষকবান্ধব। সোনার বাংলাদেশ গড়তে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সমৃদ্ধ কৃষির যে কোন বিকল্প নেই এটা বঙ্গবন্ধু বুঝেছিলেন।
বঙ্গবন্ধু ভাল করেই জানতেন, ‘যারা জোগায় ক্ষুধার অন্ন কৃষি হলো তাঁদের জন্যে’।তাই বঙ্গবন্ধু তাঁর স্বল্পকালীন সময়ের শাসনামলে কৃষি উন্নয়নে যেসব যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন তার অন্যতম ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ। বঙ্গবন্ধুর শাসনামলের প্রথম বাজেটেই কৃষিতে ভর্তুকির ব্যবস্থা গ্রহণসহ সার, কীটনাশক ও সেচ যন্ত্রাংশ সরবরাহ।
তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর সেই কৃষি উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাঁর সফল সরকারের শাসনামলে আজ সার্বিক কৃষিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। কৃষিতে এখন বহুমুখীকরণ ও বাণিজ্যিকীকরণ ঘটেছে। বর্তমান সরকার খ্যাতি পেয়েছে ‘কৃষি বান্ধব’ সরকার হিসেবে। বঙ্গবন্ধুর কৃষি উন্নয়নের ধারা অব্যাহত থাকার কারণে আজকের খাদ্যে স্বয়ম্ভর বাংলাদেশ বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়েছে।
আজ শনিবার(১৯নভেম্বর) দুপুরে রূপসায় উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী,শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের সহায়তা বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সহকারী কমিশনার ভূমি মো: সাজ্জাদ হোসেন,থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ:সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:প্রদীপ কুমার মজুমদার, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, অধ্যক্ষ (ভার:) মারুফুল হক,জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ:মজিদ ফকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান মো:জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল,মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আওয়ামীলীগ নেতা আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোরশেদুল আলম বাবু, স ম জাহাঙ্গীর, আকতার ফারুক,
এমপির প্রধান সমন্বয়কারী নোমান ওসমানী রিচি, আকতার ফারুক, আ:গফুর খান,মো: অহিদুজ্জামান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান শেখ, আকলিমা খাতুন তুলি, প্রধান শিক্ষক রেহেনা আকতার, আরমান মিয়া,
আজমল ফকির,শেখ আসাদুজ্জামান, মামুন শেখ, নাজির শেখ, বাদশা মিয়া, সরদার জসিম, সুব্রত বাগচী, হামিদ খান ভাসানী, ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল,চয়নিকা খানসহ দলীয় নেতৃবৃন্দ।
পরে প্রধান অতিথি উপজেলার ২০২২-২৩ অর্থ বছরের টিআর ও কাবিখার বিভিন্ন প্রকল্পের বরাদ্দের চেক হস্তান্তর করেন।