বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যবিপ্রবিতে ফ্রি হেলথ্ ক্যাম্প কর্মসূচি

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যবিপ্রবিতে ফ্রি হেলথ্ ক্যাম্প কর্মসূচি

শেখ সাদী (যবিপ্রবি প্রতিনিধি)
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নানা কর্মসূচী ঘোষণা করেছে যবিপ্রবি প্রশাসন। আগামী শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯ ঘটিকায় যবিপ্রবির শেখ রাসেল জিমনেসিয়ামে ‘ফ্রি হেলথ্ ক্যাম্পের ২০২২’ এর শুভ উদ্বোধন করা হবে। উক্ত হেলথ্ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো. এনামুর রহমান,এমপি। সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে তৃতীয়বারের মতো ৫০০ পরিবারকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধপত্র সরবরাহ ও খাদ্য সামগ্রী বিতরণ করবে যবিপ্রবি। হেলথ ক্যাম্পে পরীক্ষাসমূহ বিনামূল্যে করা হবে এবং প্রাপ্যতা সাপেক্ষে যবিপ্রবি বিনামূল্যে ঔষধ সরবরাহ করবে। এ ছাড়া খাদ্য সামগ্রীতে থাকবে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও লবণ।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য ড. মো: আনোয়ার হোসেন বলেন, জনগণের দৌরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে। সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি।২০১৮ সালে সর্বপ্রথম আমরা শুরু করি,এরপর ২০১৯ এবং ২০২০ এ করোনা পরিস্থিতির কারণে মেডিকেল ক্যাম্প করা সম্ভব হয়নি।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ১২০০ পরিবারকে এই ত্রাণ আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মেডিকেল সেন্টারকে আরো অত্যাধুনিক করে সেবাটাকে প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে।চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বাংলাদেশের যে ধরনের লোকবল প্রয়োজন সেটা যেনো এই বিশ্ববিদ্যালয় যোগান দিতে পারে সেই লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে যবিপ্রবি। এছাড়াও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের প্রধান নির্বাহী ও সিনিয়র কনাসালটেন্ট ও যবিপ্রবি রিজেন্ট বোর্ড সদস্য ডা. মোঃ আব্দুর রশীদ,জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার।এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও দপ্তর প্রধাণ গণ উপস্থিত থাকবেন।

Share This Post