বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র সৈয়দ রফিকুল ইসলামের শ্রদ্ধা

শামীম খান (গৌরীপুর, ময়মনসিংহ) :
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবদেন করেছেন ময়মনসিংহের গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
মঙ্গলবার বেলা ১২টায় সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করেন। এরপরপরই সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর পরিষদ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সৈয়দ রফিকুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি একটি জাতির উত্থানের পথ খুলে দিয়েছিল, কোটি কোটি মানুষের বাঁচার দাবি নিয়ে এত অসাধারণ ভাষণ পৃথিবীতে আর ধ্বনিত হয়নি। ঐতিহাসিক এই ভাষণকে উপজীব্য করেই জন্ম নেয় স্বাধীন ‘বাংলাদেশ’ নামক এক জাতিরাষ্ট্র।
এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, পৌরসভার প্যানেল মেয়র ১ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র ২ দিলুয়ারা আক্তার, প্যানেল মেয়র ৩ রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, মাসুদ মিয়া রতন, মোঃ এমরান, নূরুল ইসলাম, সাদেকুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, সহকারি প্রকৌশলী, মদন মোহন দাস পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ রাফসান জানি অভি, প্রমুখ।