ফরিদপুর পৌরসভার সার্ভেয়ারের দায়িত্বহীনতা : মেয়র বরাবর দাখিলকৃত দরখাস্তের হদিস মিলছে না

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর পৌরসভার কমলাপুর এলাকায় মহামান্য হাইকোর্টের অস্থায়ী এবং পরবর্তী স্থায়ী নিষেধাজ্ঞা থাকা অবস্থায় তথ্য গোপন করে ভিন্ন নামে পৌরসভা কর্তৃক প্লান পাসের ঘটনা ঘটেছে। ফরিদপুর পৌরসভার কমলাপুর ওয়ার্ডের মৃত আবু ইউসুফ চৌধুরী ও বেগম শামছুন নাহার চৌধুরীর কন্যা চৌধুরী উম্মে সালমা মহামান্য হাইকোর্টের আদেশের ভিত্তিতে প্লান বাতিলের জন্য ফরিদপুর পৌরসভার মেয়র বরাবর ২৯ মে ২০২২ একটি আবেদন দাখিল করেন। পরবর্তীতে পৌরসভার মেয়র আবেদনটি সচিবের কাছে পাঠালে সচিব সার্ভেয়ার বরাবর প্রেরণ করেন। কিন্তু মেয়রের নিকট দাখিলকৃত দরখাস্ত দীর্ঘদিন চাপা দিয়ে রাখার পর হারিয়ে গেছে বলে জানায় সার্ভেয়ার সেলিম। ধারণা করা হচ্ছে ফরিদপুর পৌরসভার সার্ভেয়ার প্রতিপক্ষের যোগসাজশ ও অনৈতিক সুবিধা আদায়ের জন্য এমনটি ঘটিয়েছেন। নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও চলমান মোকদ্দমার তথ্য গোপন ও স্থাপনা নির্মান করা মহামান্য হাইকোর্টের আদেশ অবমাননা দন্ডনীয় অপরাধ। কেন এবং কি কারনে উক্ত দরখাস্ত গোপন করা হয়েছে বিষয়টি পৌর মেয়র তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন না করলে সার্ভেয়ারের এহেন উদাসীনতায় ক্ষতিগ্রস্থ হবে পরিবারটি। জানা গেছে, ফরিদপুর পৌরসভার সার্ভেয়ার সেলিমের বিরুদ্ধে নানা জনের নানা অভিযোগ রয়েছে। এবিষয়ে আরও বিস্তারিত প্রতিবেদন পরবর্তীতে তুলে ধরা হবে।