নিম্মচাপের প্রভাব: কলাপাড়ার ১২ ইউনিয়নের আমনক্ষেত পানির নিচে

সুনান বিন মাহাবুব (পটুয়াখালী) : কলাপাড়ায় পায়রা বন্দরসহ গোটা উপকূলীয় এলাকায় দুই দিনের টানা মাঝারি ও ভারি বর্ষণে অধিকাংশ গ্রামের আমনক্ষেত পানিতে ডুবে গেছে। নিচু এলাকায় বাড়িঘর থেকে রাস্তাঘাট পর্যন্ত ডুবে গেছে। জনজীবনে বিপর্যস্ত অবস্থা নেমে এসেছে।
উপজেলার কলাপাড়া এবং কুয়াকাটা পৌর এলাকায় অনেক স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ১২ টি ইউনিয়নের সর্বত্র একই অবস্থা বিরাজ করছে। সবজির ভান্ডারখ্যাত নীলগঞ্জের কুমিরমারাসহ সকল গ্রামের অধিকাংশ চাষীর শাকসবজির ক্ষেত বৃষ্টির পানিতে ডুবে আছে। পানি নিষ্কাশনের সকল স্লুইস সংযুক্ত খালে অসংখ্য সুক্ষ্ম ফাঁসের জাল পেতে পানির প্রবাহ বাধাগ্রস্ত করা হচ্ছে।
খেপুপাড়া আবহাওয়া অফিসের তথ্যমতে বুধবার পর্যন্ত ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের খবর মিলেছে। লালুয়া, ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের রাবনাবাদ পাড়ের অন্তত ১৫ গ্রামের মানুষ বেড়িবাঁধ ভাঙ্গা থাকার কারণে জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে প্রতি দিনে দুই বার। চান্দুপাড়া গ্রামের শতাধিক পরিবার দুইদিন ধরে বেড়িবাঁধের ওপর এবং স্লোপে আশ্রয় নিয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল রয়েছে।