নবগঠিত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শামীম খান (গৌরীপুর, ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। রবিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হাসান মারুফের সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ, সাবেক কমান্ডার আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আব্দুল কাদির, তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মোহাম্মদ আজাদ হীরা, পৌর শাখার সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।