নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচিত হলেন হাসান ইকবাল

নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচিত হলেন হাসান ইকবাল

ফরিদপুর এর নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচন শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে।  মোট ভোটার ছিলেন ১০৯৮ জন। যার মধ্যে ৮৫২ জন ভোটার ভোট দিয়েছেন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। রাত ৮ টায় ফলাফল ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনে মোট ৫ জন প্রার্থী অংশগ্রহণ করেন।  ১ নং ব্যালট আবুল কালাম মিয়া যিনি এর আগেও কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন। ২ নং ব্যালট কাজী মজিবর রহমান, ৩ নং ব্যালট মিয়া মোঃ হাসান ইকবাল, ৪ নং মোঃ বদিউজ্জামান পান্নু এবং ৫ নং ব্যালট শিবু মজুমদার।   উক্ত নির্বাচনে ৬০৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন মিয়া মোঃ হাসান ইকবাল (ব্যালট নং ৩)। ৫৪৯ ভোট পেয়ে ২য় হয়েছেন আবুল কালাম মিয়া (ব্যালট নং ১), ৩২১ ভোট পেয়ে ৩য় হয়েছেন শিবু মজুমদার (ব্যালট নং ১)। উপস্থিত ভোটারদের মুখে হাসি দেখতে পাওয়া যায় এবং উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হওয়ায় এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেছেন। সেই সাথে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক পরিচালক (প্রশাসন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রফেসর মিয়া লুৎফার রহমান সকল ভোটারদের সতস্ফুর্তভাবে ভোট দেওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। 
নির্বাচিত প্রার্থীরা কলেজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবেন বলে অভিভাবকদের প্রত্যাশা।

Share This Post