টমেটো চাষে লাভবান ওসমানীনগর এর যুবক

মোঃ শিব্বির আহমদ (ওসমানীনগর, সিলেট) : সিলেটের ওসমানীনগরে টমেটোর ভালো ফলন হয়েছে।তাই টমেটো চাষ করে লাভবান হয়েছেন উপজেলার উমরপুর ইউ/পির বড় ইশবপুর গ্রামের মোঃ সুমন মিয়া।
মাসখানেক আগ থেকে তিনি ১২৫/১৩০ টাকা কেজি ধরে টমেটো বিক্রি করেছেন। সবজির বাজারের দাম ছড়া থাকায় এখনো তিনি বিক্রি করছেন ৯০/১০০ টাকা দামে।
জানা যায়, সুমন এবং তার পরিবার কৃষি নির্ভর।ক্ষেতখামার আর সবজি চাষেই চলে তাদের পরিবার। এবার তিনি ৯০ শতেক জমিতে টমেটো চাষ করেছিলেন। চারা রোপন থেকে শুরু করে টমেটো বিক্রির আগ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ২ লক্ষ টাকা। এছাড়াও পরিবারের ৪ সদস্য নিত্যদিন কাজ করছেন সবজি ক্ষেতে। এভাবে প্রতিবছরই তারা টমেটো চাষ করেন এবং লাভবান হয়ে থাকেন। কিন্তু এবারের ফলন ভালো হওয়ায় প্রায় লক্ষাধীক টাকার টমেটো বিক্রি করেছেন শেষ পর্যন্ত ৬/৭ লক্ষ টাকার টমেটো বিক্রি করতে পারবেন বলেও মনে করছেন সুমন এবং তার পরিবারের সদস্যরা।
প্রতিবারের চেয়ে এবারের টমেটো ফলন ভালো হয়েছে জানিয়ে সুমন বলেন, কার্তিক মাসের শেষ পর্যন্ত জমিতে পানি দেওয়া গেলেও এখন আশেপাশে পানি না থাকায় তা আর সম্ভব হচ্ছেনা। এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যদি আশে পাশে একটি ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করা হতো তাহলে আমি এবং আশে পাশের বাকি চাষিরা উপকৃত হতো।
এছাড়াও তিনি বলেন, সবজি চাষের জন্য সরকারি সহযোগিতা চাইলেও পাওয়া যায়না কেননা কৃষির অন্যান্য ক্ষেত্রে সরকারিভাবে সহায়তা করা হলেও সবজি চাষে কোন সহায়তা করা হয়না বলে জানিয়ে দেওয়া হয়েছে উপজেলা কৃষি অফিস থেকে।
এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অতিরিক্ত ওসমানীনগর উপজেলার দায়িত্বে থাকা মোঃ সুমন মিয়া বলেন, সরকার কৃষি খাতে উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়াও সিলেট বিভাগে ক্ষুদ্র কৃষি যন্ত্রাংশ প্রকল্প বাস্তাবায়ন করা হবে। এর অধিনে প্রতিটি ইউনিয়নে ৫ টি করে গ্রুপ নির্ণয় করা হবে প্রতি গ্রুপে ৩০ করে কৃষক থাকবেন। যারা এসব গ্রুপে থাকবেন তারা পানি সেচের ব্যবস্থা থেকে শুরু সার্বিক সহযোগিতা পাবেন।