জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হলেন আওয়ামী লীগ নেতা আজম

খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী ) : আগামী ১৭ই অক্টোবর রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হিসেবে মনোয়নপত্র জমা দিয়েছেন মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও সূর্যনগর দ্বী মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সমাজ সেব্ক মোঃ আজম মন্ডল।
রাজবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার সদস্য পদে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আজম মন্ডল জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। আজ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসার সদস্যদের এই মনোয়নপত্র জমা নেন।
বিশিষ্ট সমাজসেবক জনদরদী আওয়ামী লীগ নেতা আজম মন্ডল বলেন, আগামী ১৭ই অক্টোবর রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছি।যদি সুষ্ঠ নির্বাচন হয়, আমি বিজয়ের ব্যপারে শতভাগ আশা রাখি।তিনি বলেন, রাজবাড়ীর ৫টি উপজেলা, ১৪ ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ভোটারদের প্রতি আমার আস্থা আছে।ইতোমধ্যে রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন আহাম্মেদ টুকু মিজি, ,চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব ও দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলুসহ বেসকয়েকজন আমাকে সমর্থন দিয়েছেন।আমি বিশ্বাস করি আগামী ১৭ অক্টোবর সকল সসম্মানিত ভোটার ভাই ও বোনেরো আমাকিই বিপুল ভোটের ব্যবধানে সদস্য পদে বিজয়ী করবেন।আমি নির্বাচিত হলে ১৪টি ইউনিয়ন, ১টি পৌরসভার সকল চেয়ারম্যান,মেয়র ও মেম্বাদের আসাতে আলোচনা করে গরিব দুঃখী মানুষের পাশে যাতে দাড়াতে পারি সেই চিন্তা ভাবনা আমার থাকবে।এবং প্রত্যেকটা ভোটারের কাছে আমার জবাবদিহিতা থাকবে।তিনি আরো বলেন আপনারা জানেন আমি সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকি।যদি একটি পদে থাকতে পারি তাহলে অসহায় মানুষকে আরো বেশি বেশি সেবা করতে পারবো।এই চিন্তা করেই আমি প্রার্থী হয়েছি।এছাড়ও আমি মাদকের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলবো। মাদকমুক্ত রাজবাড়ী গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করবো। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে এক সাথে কাজ করেত হবে।
মোঃ আজম মন্ডল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনয়িনের ২নং ওয়ার্ডের কালিনগর গ্রামের বাসিন্দা। তিনি মিজানপুর ইউনিয়নের প্রতিটি এলাকায় শিক্ষা, ক্রীড়া, সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ড বিকশিত করাসহ সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন দীর্ঘদিন।
জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান বলেন, শান্তিপূর্নভাবে রাজবাড়ীতে সকল প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। শুধুমাত্র সংরক্ষিত ০২নং আসনে একজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত সাধারন নারী আসনে ৭জন, সাধারণ ১নং ওয়ার্ডে ৬জন, ২নং ওয়ার্ডে ৩জন, ৩নং ওয়ার্ডে ১০ জন, ৪নং ওয়ার্ডে ৬জন, সাধারন ৫নং ওয়ার্ডে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।