জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন দিপক কুন্ডু

খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী ) :
আগামী ১৭ই অক্টোবর রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও পাংশা উপজেলার পৌর আওয়ামী লীগের সহ সভাপতি দিপক কুমার কুন্ডু।
রাজবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে দিপক কুমার কন্ডু সহ মোট পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবু কায়সার খানের কাছে মনোনয়নপত্র জমা দেন। আজ ১৫ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার এই মনোয়নপত্র জমা নেন।
বিদ্রোহী প্রার্থী পাংশার লিজা হেলথ কেয়ার ও রাজবাড়ীর সেন্টাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও পাংশা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি দিপক কুমার কুন্ডু বলেন, আগামী ১৭ই অক্টোবর রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছি।তিনি আরো বলেন, রাজবাড়ীর ৫টি উপজেলা, ৪২ইউনিয়ন ও ৩টি পৌরসভার সকল ভোটারদের প্রতি আমার আস্থা আছে।অনেকই আমাকে সমর্থন দিয়েছেন।আমি বিশ্বাস করি যে আগামী ১৭ অক্টোবর সকল ভোটার বৃন্দ আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন।আমি নির্বাচিত হলে জেলা পরিষদ হবে দুর্নীতি মুক্ত একটি মডেল জেলা পরিষদ।
বিশিষ্ট ব্যবসায়ী দিপক কুমার কুন্ডু পাংশা পৌরসভার ৭নং ওয়ার্ডের মাগুড়াডাঙ্গি গ্রামের
বাসিন্দা। তিনি এলাকায় শিক্ষা, ক্রীড়া, সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ড বিকশিত করাসহ সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।