জাবি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
গত সোমবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এসময় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়৷
এসময় জাবি প্রেসক্লাবের সভাপতি ইমন মাহমুদ বলেন, “জাবি প্রেসক্লাব দেশের গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে থাকে। এর অংশ হিসেবে আমরা বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছি। আমরা আশা করি এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের জনগণ বনায়নে উৎসাহিত হবে।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, কাঁঠগোলাপ, নিম প্রভৃতি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এসময় আবাসিক হলগুলোতে বৃক্ষরোপণের জন্য প্রেসক্লাব সদস্যদের মধ্যেও গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জাবি প্রেসক্লাবের সহ-সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নূর হাছান নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব সোহেলসহ অন্যান্যরা।