চট্টগ্রাম ইপিজেড মমতা মাতৃসদন থেকে চুরি যাওয়া শিশু আনোয়ারা থেকে উদ্ধার , ৫ জন গ্রেফতার

জাহেদ কায়সার ( চট্টগ্রাম) :
চট্টগ্রাম ইপিজেড এলাকার মমতা মাতৃসদন ক্লিনিক থেকে চুরি যাওয়া শিশুটিকে ৩০ আগস্ট মঙ্গলবার ভোরে আনোয়ারা উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম। তিনি বলেন, ইপিজেড এলাকার মাতৃসদন ক্লিনিক থেকে চুরি করে নিয়ে যাওয়া একদিন বয়সী নবজাতকটি আনোয়ারা বার খাইন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিমু দাশ ও তার স্বামী সহ মোট পাচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেপ্তরা হওয়া নিঃ সন্তান দম্পতি জানিয়েছেন- শিশুটিকে তারা লালন-পালন করার জন্য চুরি করে নিয়ে যায়।
এর আগে রবিবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে মমতা মাতৃসদন থেকে একদিন বয়সী এই নবজাতক চুরির ঘটনা ঘটে। নবজাতকটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান। ২৬ আগস্ট রাতে শিশুটির জন্ম হয়।
এব্যাপারে নগরীর ইপিজেড থানায় একটি মামলা দাখিল করা হয। মামলা নং ২৯/২৯ , ২০২২