গৌরীপুর জনতা ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপন ও বিতরণ

শামীম খান (গৌরীপুর ,ময়মনসিংহ) :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের জনতা ব্যাংক লিমিটেড গৌরীপুর শাখার উদ্যোগে বৃক্ষ রোপন ও গাছের ছারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ব্যাংক চত্বরে গ্রাহকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের ছারা বিতরণ করা হয়। পরে স্থানীয় হারুণ পার্ক ও সিসি গ্রাহক বাহাদুরপুর গ্রামে তরিকুল অটোরাইস মিলে বৃক্ষ রোপন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মোঃ একরামুল হক আকন, এরিয়া কার্যালয়ের ডেপুটি ডিজিএম মোহাম্মদ সারোয়ার জাহান, গৌরীপুর শাখার ব্যবস্থাপক ফয়েজ আহম্মেদ খান রাসেল, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, সদস্য সচিব মশিউর রহমান কাউসার প্রমুখ।