গৌরীপুরে সশস্ত্রবাহিনী দিবসে অসমাপ্ত আত্মজীবনী বই উপহার

গৌরীপুরে সশস্ত্রবাহিনী দিবসে অসমাপ্ত আত্মজীবনী বই উপহার

শামীম খান (গৌরীপুর, ময়মনসিংহ):

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা সশস্ত্রবাহিনী ঐক্য পরিষদের আয়োজনে সশস্ত্র দিবস পালিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের হাতে উপহার হিসেবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন।

সংগঠনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবুল বাশার, সাবেক ওয়ারেন্ট অফিসার ফজলুল হক, সাবেক কর্পোরাল মোসলেম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, দেশের কল্যাণে সেনাসদস্যদের ভ‚মিকা গুরুত্বপূর্ণ। ঐক্য, সততা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ নিয়ে দেশের যে কোন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর আহবাণ করেন তিনি।

Share This Post