গৌরীপুরে বাল্যবিয়েকে লালকার্ড দেখাল শিক্ষার্থীরা

গৌরীপুরে বাল্যবিয়েকে লালকার্ড দেখাল শিক্ষার্থীরা

শামীম খান (গৌরীপুর, ময়মনসিংহ) :

ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিয়ে বিরোধী প্রচারভিযানে সহস্রাধিক শিক্ষার্থী বাল্যবিয়েকে ‘লালকার্ড’ দেখিয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও অন্যচিত্র সংস্থার যৌথ আয়োজনে এই প্রচারভিযান চালানো হয়।
প্রচারভিযানে প্রধান অতিথি থেকে ইউএনও হাসান মারুফ শিক্ষার্থীদের বাল্যবিয়ের বিরোধী শপথ বাক্য পাঠ করান।
গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক সরকারের সভাপতিত্বে প্রচারভিযানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মনিরুজ্জামান মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কমল রায়, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ।

Share This Post