গৌরীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধা

শামীম খান (গৌরীপুর,ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার বিকালে পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে বৃহস্পতিবার বিকালে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু চত্বরে আসলে দলীয় নেতা-কর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল, ডৌহাখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল হক সরকার, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল আওয়াল খান পাঠান, জেলা যুবলীগের সাবেক সদস্য কামাল হোসেন প্রমুখ।