গৌরীপুরে ডিজিটাল মেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ

গৌরীপুরে ডিজিটাল মেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ

শামীম খান (গৌরীপুর, ময়মনসিংহ):

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা. প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মেলা আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম প্রমুখ।
প্রকল্প হিসেবে প্রথম হয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয়-রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় ও তৃতীয়-নুরুল আমি খান উচ্চ বিদ্যালয়।

Share This Post