গৌরীপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে চালক নিহত

শামীম খান (গৌরীপুর , ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক উজ্জল মিয়া (৪২) নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার গৌরীপুর- বেখৈরহাটি আঞ্চলিক সড়কের ঘাগলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জল মিয়া উপজেলার বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা উজ্জল মিয়া পরিবার নিয়ে অচিন্তপুর ইউনিয়নে শ^শুর বাড়ি থাকতেন। শুক্রবার সকালে সে শ^শুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা গ্রামে যান। দুপুরে সেখান থেকে মোটরসাইকেল যোগে দুই আরোহী নিয়ে ফেরার পথে গৌরীপুর- বেখৈরহাটি সড়কের ঘাগলা মোড়ে শাহগঞ্জগামী অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে উজ্জল ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় মোটরসাইকেলের দ্ইু আরোহী অটোরিকশার যাত্রীসহ
ছয়জন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ আব্দুল হালিম সিদ্দিকী বলেন দুঘর্টনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় আনা হয়েছে।