কয়রায় কৃষি বীজ বিতরণ

মিনহাজ দিপু (কয়রা, খুলনা):
কয়রা উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি ২২-২৩ অর্থবছরে গম,ভুট্টা,সরিষা,সুর্যমুখী ও শীতকালিন পেয়াজ উদপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ২২০ জন কৃষকেদের মধ্যে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। বিতরন কৃত ডিএপি সার ২৫.২০০ মেট্রিকটন,এমওপি ২২.২০০ মেট্রিকটন, বীজ গম ১ মেট্রিকটন, ভুট্টা ০.৬০০ মেট্রিকটন,সরিষা ১.২০০ মেট্রিকটন, সুর্যমুখী ০.৬৫০ মেট্রিকটন,শীতকালিন পেয়াজ ০.০২০ টন। গত ২৩ নভেম্বর সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্যাহ,ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ। উপস্থিত ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা মোঃ গোলাম নবী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব ইউনুচ আলী,আব্দুল মান্নান,আল মাহফুজ,্এসএম ফারুক হোসেন,গুরুদাশ মন্ডল,নাইমুর রহমান, অনুতাব সরকার, আব্দুল হামিদ, ইউপি সদস্য এসএম মাসুম বিল্লাহ প্রমুখ।