ওসমানীগরের তাজপুর বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সোহেল বিজয়ী

ওসমানীগরের তাজপুর বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সোহেল বিজয়ী

শিব্বির আহমদ (ওসমানীনগর, সিলেট) : সিলেটের ওসমানীনগরের তাজপুর বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোঃ সোহেল আহমদ চেয়ার প্রতীক নিয়ে ৩শ ৪ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী লালা মিয়া ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ২শ ৯৫ ভোট। সর্বশেষ ২০১৩ সালের নির্বাচনেও তিনি বিজয়ী হয়েছিলেন। এবারের নির্বাচনে বাজারের ব্যবসায়ীদের ৬শ ৭০ ভোটের মধ্যে ৬শ ১জন ভোটার তাদের ভোটাধিকার  প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদে ভোট ২ ভোট বাতিল হয়।

সাধারণ সদস্য পদে সুহিনুল হক আখতার ঘুড়ি প্রতীকে ৩শ ৭০ ভোট এবং অজয় দাস ফুটবল প্রতীকে ৩শ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের সাথে প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ ইব্রাহিম খান ইমন টেলিভিশন প্রতীকে ১শ ৫১ ভোট এবং মোঃ বাবুল মিয়া আম প্রতীকে ১শ ১৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সদস্য পদে ৩০ ভোট বাতিল হয় মহিলা সদস্য পদে শিউলি বেগম মই প্রতীক নিয়ে ৩শ ৩১ ভোট পেয় বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী দিলারা বেগম সূর্য্যমুখি ফুল প্রতীকে পেয়েছেন ২শ ৪০ ভোট। মহিলা সদস্য পদে ৩০ ভোট বাতিল হয় ।

আজ ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্থানীয় তাজপুর ইউনিয়ন পরিষদ হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা সোয়া ৬ টায় ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্ত্তী। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে প্রশাসন ও বাজারের ব্যবসায়ী সূত্রে জানা গেছে।

Share This Post