ইউএইতে আজমান ফ্যাস্টিভ্যালে প্রথম বারের মতো অংশগ্রহন করছে বাংলাদেশ

ইউএই প্রতিনিধি :
সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে প্রতিবছরের ন্যায় শুরু হচ্ছে “আজমান ফ্যাস্টিভ্যাল- ২০২২। আগামী ২৪ (চব্বিশ) নভেম্বর শুরু হওয়া আয়োজনটিতে প্রথমবারের মত অংশ নিচ্ছে বাংলাদেশ।
দুবাইয়ের গ্লোবাল ভিলেজে বাংলাদেশি প্যাভিলিয়ন না থাকার হতাশা যেন কিছুটা হলেও কমবে এবার। আন্তর্জাতিক এই মেলায় ২০১২ সালের পুর্বে বিনামুল্যে অংশগ্রহন করার সুযোগ থাকা সময়ে বাংলাদেশি প্যাভিলিয়ন ছিল। পরে বিনামুল্যে প্রবেশের সুযোগ বাতিল হওয়ার পর ২০১৭ এবং ১৮ সালে মোট দুইবার অংশগ্রহন করে বাংলাদেশ। দুবাইয়ের পার্শ্ববর্তী শহর আজমানে সাত বছর ধরে ফ্যাস্টিভ্যালের আয়োজন হয়ে আসছে। এখানেও অংশগ্রহন ছিল না বাংলাদেশের। আজমান ফেস্টিভ্যালে এটিই প্রথম অংশগ্রহণ করছে বাংলাদেশ।
জানা যায়, বাংলাদেশ প্যাভলিয়নে দেশীয় ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির প্রদর্শনীর পাশাপাশি থাকবে প্রবাসী এবং বাংলাদেশ থেকে আগত সঙ্গীত শিল্পীদের পরিবেশনা। দর্শনার্থীদের নজর কাড়ার জন্যে বাংলাদেশ কর্ণারের প্রবেশ পথে বাঘের ছবির সাথে বাংলাদেশের কিছু পর্যটন এরিয়া চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। ভিতরে প্রবেশ করলেই বাচ্চাদের বিনোদনের জন্যে বিভিন্ন রাইডের পাশাপাশি রাখা হবে জোকার। আগত সব বয়সি দর্শনার্থীদের জন্য বিনোদনের ব্যবস্থা থাকবে। প্রবাসীরা প্রথম বার আজমানে এমন আয়োজন দেখবে। তাই বাড়তি উৎসাহ উদ্দীপনার কাজ করছে সবার মধ্যে।
বাংলাদেশ কর্নারের আয়োজকরা জানান, দেশের সংস্কৃতি এবং পণ্যের পরিচিতি করিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে অংশগ্রহণ করছেন তারা। মূলত, আজমান ফ্যাস্টিভ্যাল কর্তৃপক্ষ ফ্যামিলিদের অংশগ্রহনকে প্রাধান্য দিয়ে থাকেন। তাই বড়দের জন্যে চোখ ধাঁধানো সব আয়োজনের পাশাপাশি ছোটদের আগ্রহ বাড়াতে প্রতি সপ্তাহে রাখা হবে বিভিন্ন প্রতিযোগিতা। এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যে করা হচ্ছে আলাদা মঞ্চ।
তারা আরো জানান, কেবলমাত্র দেশিয় পণ্য নিয়ে বা বাংলাদেশি কোম্পানি হলেই বাংলাদেশ কর্ণারে অংশগ্রহণের সুযোগ গ্রহন করতে পারবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, আজমানে প্রথম বারের মতো আয়োজক কমিটির এমন সাহসী উদ্যোগে প্রবাসীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সমর্থন জানাবে।