আমির হামজা সরকার এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান, হালিমা হারুন ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

গত ১ সেপ্টেম্বর, ২০২২ তারিখে অনুষ্ঠিত এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৯২তম সভায় আমির হামজা সরকার এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এবং হালিমা হারুন ভাইস- চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
আমির হামজা সরকার কোম্পানীর অন্যতম উদ্যোক্তা পরিচালক এবং দেশের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি রহমত স্পিনিং মিলস লিমিটেড এর চেয়ারম্যান ও রহমত স্যুয়েটার্স (বিডি), বেলকুচি স্পিনিং মিলস লিমিটেড, লোগোস অ্যাপারেলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং রহমত প্লাস্টিক ও এক্সেসোরিজ লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্যবসায়িক কাজে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমন করেছেন। আমির হামজা সরকার ইতিপূর্বে এক বছর কোম্পানীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
হালিমা হারুন কোম্পনীর একজন উদ্যোক্তা পরিচালক। তিনি এক্সিম ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক এবং কেমিতান লিমিটেডের একজন সম্মানিত পরিচালক। হালিমা হারুন ইতিপূর্বে এক বছর কোম্পানীর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।