আনোয়ারা খানম এর কবিতা “এই তো জীবন “

“এই তো জীবন “
আনোয়ারা খানম
হরেক রকম মানুষ আছে
এই দুনিয়ায় –
স্বার্থের বেলা সবাই ভালো
ফুরালে স্বার্থ নিকষ কালো
আসল রূপ প্রত্যক্ষণ
তখন করা যায়!
হাতেমতাই হাজী মোহাসীন
ছিলেন দানবীর,
তাঁদের মত হয়েও দেখেন
সমালোচনার ভীড়!
মহানুভবতায় ডানহাতখানি
করেন যদি দান,
বাহাতখানি দিলে কী ক্ষতি!
হবেন প্রশ্নবান।
নেত্র যুগল বাষ্পায়িত
ভারাক্রান্ত মন-
ধৈর্যধরুন আরও আছে বাকী!
এইতো জীবন।।
আনোয়ারা খানম
মিরপুর’ঢাকা।
১৬ মে,২০২২